সংবাদ বিজ্ঞপ্তি:
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও উপদেষ্টা এবং জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নূরুল আলম আল মামুন (রহঃ) এর জীবনী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুফতি শিহাব উদ্দিন।
তিনি বলেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। এক্ষেত্রে বড় দল হিসেবে বিএনপি-জামায়াতকে নিজেদের ঐক্য দৃঢ করতে হবে।
দেশে আজ কঠিন ক্রান্তিকাল চলছে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো দেশ ও মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা প্রত্যেকদিন চটকরে ঢুকে যাবে বলে পাশের দেশে বসে হুমকি দিচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এখনো জুলাই বিপ্লবের হতাহতদের বিচার হয় নাই। শহীদদের স্বজনরা এখনো তাদের স্মৃতি ভুলতে পারেন নাই। আহতরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এ মুহূর্তে ফ্যাসিবদ ফেরানোর জন্য যারাই কথা বলবে তারাই মূলতঃ ফ্যাসিবাদের দোসর। এ সম্পর্কে দল ও মতের উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করতে হবে। তিনি আরো বলেন, এ সময়ে ঐক্যের কোনো বিকল্প নেই।
জেলা শাখা সভাপতি মাওলানা মুফতি আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।
তিনি বলেন, মামুন ভাই আমার বন্ধু ছিলেন। তিনি বিগত সরকারের আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের সাথে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আল্লাহ মামুন ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
তিনি আরো বলেন, বিএনপি ঐক্যের ব্যাপারে সবসময় সোচ্চার। তিনি সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ শায়খুল ইসলাম, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী সহসভাপতি মাওলানা মোঃ তাহের, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওঃ হাবিবুল্লাহ, জেলা নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল খালেক নিজামী, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি হাফেজ মাওলানা নুরুল্লাহ জেহাদি, হাফেজ শহীদুল্লাহ্ মিয়াজী।
জেলা সহসভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজীর পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে মাওলানা নূরুল আলম আল মামুনের জীবনীর উপর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাশেমিয়া কামিল (এম এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম, মহেশখালী সরকারী মহিলা কলেজের অধ্যাপক সরওয়ার কামাল মঞ্জু, শায়খুল হাদীস মাওলানা হারুনুর রশীদ, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবু তাহের চৌধুরী, খেলাফত মজলিস কক্সবাজার জেলা সহসাধারণ সম্পাদক হাফেজ সিরাজুল মোস্তফা, শহীদুল্লাহ্ নায়িম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মঞ্জু, শহর সভাপতি হাফেজ ওমর ফারুক, হাফেজ সাজিদুর রহমান, ইউসুফ নাহিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুল হক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নূরুল আলম, দারুল মাআরিফ আল ইসলামীয়া চট্টগ্রামের সিনিয়র শিক্ষক মাওলানা আবু সালেহ, মাওলানা দারুসসালাম, দারুল কুরআন মাদরাসার সাবেক পরিচালক ক্বারী মাওলানা সাইফুল্লাহ কাসেমী, ডাক্তার ফয়সাল, মাওলানা মাহমুদুল হাসান, নুরুল আবছার কাউসার, জেলা শ্রম বিষয়ক সম্পাদক উবায়েদ উল্লাহ, এডভোকেট মাওলানা আবুল কালাম, মারকাজুল কুরআন কক্সবাজার এর পরিচালক মাওলানা হাবিবউল্লাহ, মাওলানা নূরুল আলম আল মামুন এর ছোট ভাই মোঃ ইউনুস প্রমুখ।