সিবিএন ডেস্ক:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে। তবে পরীক্ষার নিরাপত্তার জন্য সেনাবাহিনী দায়িত্ব পালন করবে—এমন খবর গুজব বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষার নিরাপত্তা নিয়ে গত সপ্তাহে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে সেনাবাহিনীর দায়িত্ব পালনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, “কোথা থেকে এ ধরনের তথ্য ছড়িয়েছে, তা আমার জানা নেই।”
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছে। তবে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী থাকবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।”
এদিকে, ২০২৫ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে।
নতুন নির্দেশনা:
✅ প্রশ্নপত্র ফাঁস ও গুজব রোধে নজরদারি জোরদার
✅ উত্তরপত্র সরবরাহে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
✅ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের ভূমিকা জোরদার
শিক্ষা মন্ত্রণালয়ের এ পদক্ষেপের মাধ্যমে আসন্ন এসএসসি পরীক্ষা নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।