মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা প্রশাসক (যুগ্মসচিব) মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, পবিত্র রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা আত্মশুদ্ধি ও আত্ম উপলদ্ধি করতে পারি। একজন ডিসিপ্লিন পারসন হচ্ছে একজন ফ্রি পারসন। আমরা নিজেদেরকে প্রস্তুত করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, দাপ্তরিক, রাষ্ট্রীয়, জাতীয় পর্যায় সহ সকল পর্যায়ে ইতিবাচক নেতৃত্ব দিতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সে লক্ষ্যেই আজকের এই সমাবেশের আয়োজন।
রোববার (২৩ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সাগরপাড়ের বিমাম ফাউন্ডেশন মাঠে নান্দনিক পরিবেশে আয়োজিত বিশাল ইফতার মাহফিলে আগত আমন্ত্রিতদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন পবিত্র কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে আরো বলেন, রমজানের শিক্ষা থেকে উদ্বুদ্ধ হয়ে আমারা সবাই মিলে আমাদের প্রিয় কক্সবাজারকে শান্তি, শৃঙ্খলা আর সমৃদ্ধি দিয়ে পরিপূর্ণ করতে পারবো। মহান আল্লাহ যেন সকলের দোয়া কবুল করে নেন, তিনি এ প্রত্যাশা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) নিজাম উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় কক্সবাজার মডেল মসজিদের ইমাম মুফতি সোলাইমান কাসেমী ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন। ইফতারে, বিভিন্ন পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, পেশাজীবী নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পর্যটন উদ্যোক্তা, প্রতিষ্ঠান প্রধান, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, ছাত্র সমন্বয়ক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্র আমন্ত্রিত ব্যক্তি অংশ নেন। ইফতার ও মাগরিবের নামাজ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন আমন্ত্রিতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আয়োজন সম্পর্কে এডিসি নিজাম উদ্দিন আহমেদ বলেন, গতানুগতিকভাবে আয়োজন নাকরে খোলামেলা পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশে ইফতার মাহফিলের আয়োজন করার চেষ্টা করা হয়েছে। যাতে আমন্ত্রিতরা স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি আরো বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় ইফতার মাহফিলটাকে আমরা সবার মিলনমেলায় পরিণত করার প্রাণান্তকর চেষ্টা করেছি। এডিসি নিজাম উদ্দিন আহমেদ ইফতার মাহফিলে অংশ নেওয়া সকলকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। ইফতার মাহফিলে অংশ নেওয়া একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, চমৎকার, মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশে এ আয়োজন অত্যন্ত উপভোগ্য ছিলো। পুরো অনুষ্ঠান আয়োজকদের সর্বোচ্চ আন্তরিকতায় পরিপূর্ণ ছিলো। অনুষ্ঠান জুড়ে নান্দনিকতা ও সুশৃঙ্খলাতার ছোঁয়ায় মোহিত ছিলাম। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। ইফতার মাহফিলে একদল তরুণ শিল্পী হামদ, নাত ও কেরাত পরিবেশন করে অনুষ্ঠানকে ইসলামী আমেজে মাতিয়ে রাখে।