সেলিম উদ্দীন, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাহারছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ইউসুফ নবীর মেয়ে রিয়া মনি (১০), মনজুর আলমের মেয়ে মরিয়ম (৯) ও জাফর আলমের মেয়ে তসলিমা (৯)। তারা পরস্পর চাচাতো ও জেঠাতো বোন।
পুলিশ জানায়, বিকেলে ওই তিন শিশু খালে গোসল করতে যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার দিকে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান বলেন, “পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে।”