বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সহায়তায় প্রায় ১ বিলিয়ন ডলার তহবিল চেয়েছে জাতিসংঘ। সোমবার (২৪ মার্চ) ২০২৫-২৬ অর্থবছরের জন্য রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে প্রণীত জয়েন্ট রেসপন্স প্ল্যানে (JRP) এই সহায়তার আহ্বান জানানো হয়েছে।
১০০টির বেশি অংশীদারের সঙ্গে প্রস্তুত করা এই পরিকল্পনায় বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয়সহ ১৪ লাখ ৮০ হাজার মানুষের জন্য ৯৩৪.৫ মিলিয়ন ডলার প্রয়োজন।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের কারণে রোহিঙ্গারা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের ক্যাম্পগুলোতে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা সংকট এখন আন্তর্জাতিক আলোচনার বাইরে থাকলেও তাদের জন্য জরুরি সহায়তার প্রয়োজনীয়তা এখনও রয়ে গেছে। খাদ্য সহায়তা, জ্বালানি ও তহবিল সংকট এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, রোহিঙ্গা শরণার্থীদের এক-তৃতীয়াংশের বয়স ১০-২৪ বছর। যথাযথ শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতার সুযোগ না পেলে তাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে।
জাতিসংঘ বলছে, মিয়ানমারের রাখাইনে শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জীবন রক্ষাকারী সহায়তা চালিয়ে যেতে হবে।