আব্দুস সালাম, টেকনাফ;

টেকনাফ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগে ডেভিল হান্ট অপারেশনে সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শরীফ মেম্বার (শরীফ বলি) গ্রেফতার হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার সাবরাং ডেইলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে টেকনাফ মডেল থানার পুলিশ।

গ্রেফতারকৃত মোহাম্মদ শরীফ সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে একাধিক মামলার আসামি মোহাম্মদ শরীফ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।