সংবাদ বিজ্ঞপ্তি:
ধর্ম পালনীয়, ব্যবহারের জন্য নয়। ধর্মের নামে কারো ক্ষতি করা ইসলাম সমর্থন করে না। ২৫ মার্চের কালো রাতে এমন একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটায় পাক হানাদার বাহিনী। তারা বাঙালি জাতিকে মেধাবী নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা নিয়েছিল।

১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতের গণহত্যায় নিহতদের স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সিবিআইইউ অডিটরিয়ামে অনুষ্ঠানে ভিসি বলেন, ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত ‘অপারেশন সার্চ লাইট’র নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা।

পৃথিবীর ইতিহাসে আর কোন ২৫ মার্চ না আসুক, এমনটি কামনা করেন প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজিদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ গণহত্যা দিবসের অভিজ্ঞতা ও বাস্তব চিত্র তুলে ধরে বক্তব্য দেন।

অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদ, আইন বিভাগের চেয়ারম্যান খান হাবিবা মোস্তারিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান তামান্না নওরীন আজম, বিএইচটিএম এর কো-অর্ডিনেটর মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক নাঈম উদ্দিন মাহমুদের দোয়া ও মোনাজাতের মাধ্যমে গণহত্যা দিবসের আলোচনা সভা সমাপ্ত হয়।