আব্দুস সালাম, টেকনাফ;
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজিএস মনসুর আলী কর্তৃক এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পেইনে শতাধিক অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশাপাশি শিশুদেরও চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যাম্পেইনের নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট আদিব আদনান।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। পাশাপাশি, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান