টিটু আহবায়ক, সাইফুদ্দীন সদস্য সচিব

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ মীর মোশররফ হোছাইন টিটু কে আহবায়ক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দীনকে সদস্য সচিব করে কক্সবাজারস্থ চকরিয়া-পেকুয়া আইনজীবী পরিষদ গঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) কক্সবাজার শহরের অভিজাত একটি হোটেলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত চকরিয়া-পেকুয়া আইনজীবী পরিষদ এর এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ আহবায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার সহ কক্সবাজারস্থ চকরিয়া-পেকুয়ার বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।