কক্সবাজার সিটি কলেজে যথাযোগ্য মর্যাদায় “২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫” পালন করা হয়েছে।
সহকারী অধ্যাপক মেঘলা দেবের সঞ্চালনায় কক্সবাজার সিটি কলেজ হলরুমে অনুষ্ঠিত ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এসএম আকতার চৌধুরী।
দিনের শুরুতে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আকতার উদ্দিন চৌধুরী শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করেন।
জাতীয় পতাকা উত্তোলন শেষে শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সকাল ১১ টার দিকে অলোচনা সভায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্রী নুর কাইছার, গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা নাথ, ত্রিপিটক পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ও রোভার সদস্য রামিদ বড়ুয়া এবং বাইবেল পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন ত্রিপূরা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন “২৬ মার্চ স্বাধীনতা দিবস ২০২৫” উদযাপন কমিটির আহ্বায়ক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নাসরীন সুলতানা।
সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আকতার উদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের সামনে স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। ২৪ এর জুলাই আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা এমনে এমনে আসে নাই। এর জন্য রক্ত দিতে হয়েছে। ১৯৭১ সালের ২৭ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলে, তৎকালীন পাকিস্থানী বাহিনীর বিরুদ্ধে জীবনপণ যুদ্ধ করে, আমরা এ স্বাধীনতা পেয়েছি। একইভাবে ২৪ এ প্রায় ২০০০ ছাত্র জনতার জীবনদানের মাধ্যমে পুনরায় কথা বলার অধিকার পেয়েছি। এ স্বাধীনতাকে খামছে ধরে আছে হায়েনারা। স্বাধীনতাকে যাতে সমুন্নত রাখতে পারি, সে জন্য সবাইাে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে দেশের জন্য কাজ করতে হবে। কোনভাবেই ভুল করা যাবে না। ভুল করলেই দেশের বিপদ। তিনি কলেজের যাবতীয় সমস্যা নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী নদস্য এড. রফিকুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম, বিএমটির সমন্বয়ক ও জ্যেষ্ঠ প্রভাষক মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, ইংরেজি বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল নোমান, কর্মচারীদের পক্ষে নুরুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও রোভার সদস্য নুরুল আমিন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট সদস্য আয়েশা সিদ্দিকা তাসকিয়া।
আয়োজক কমিটিকে আরো ছিলেন সহকারী অধ্যাপক নুরুল হুদা। অলোচনা সভায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও রেড ক্রিসেন্টের সদস্যারা।
এতে আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক -কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।