কক্সবাজার সিটি কলেজ হলরুমে ২৬ মার্চ, বুধবার, কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে সভাপতিত্ব করেন আরএসএল ও প্রভাষক জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন এসআরএম দূর্জয় রুদ্র। জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪-এ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ হিসেবে স্বীকৃত “কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ” এই আয়োজনের মাধ্যমে তাদের অর্জন উদযাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আকতার উদ্দিন চৌধুরী।
সভাপতি জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, “কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও গার্লস ইন রোভার গ্রুপের প্রতিটি সদস্য অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ। তারা কলেজের প্রতিটি কর্মসূচিতে নিবিড়ভাবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে থাকে। পাশাপাশি, তারা জেলা প্রশাসনসহ জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামে নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে। কক্সবাজার সিটি কলেজ রোভার গ্রুপের উন্নতির জন্য আমি আমার পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা অব্যাহত রাখবো।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার স্যানেটারি ইনস্পেক্টর আব্দুর রহিম, কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক নাছির উদ্দিন এবং প্রভাষক ইমরান হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রোভার স্কাউট সদস্য নুরুল আমিন। মাহফিলে রোভার স্কাউট গ্রুপের সদস্যরা ছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।