গতকাল ২৬ মার্চ কক্সবাজার সিটি কলেজের বিজ্ঞান ভবনের ৩০১ নং কক্ষে পদার্থবিজ্ঞান বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এস. এম. আকতার উদ্দিন চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জেবুননেছা, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক মাসুদ হোসাইন, প্রভাষক অঞ্জন কুমার দে এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।
অনুষ্ঠানে বক্তারা ইফতারের গুরুত্ব ও রমজানের শিক্ষামূলক দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, বিভাগের শিক্ষার্থীদের একত্রিত করে বন্ধন দৃঢ় করার জন্য এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ইফতার শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিলে বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উষ্ণ পরিবেশে ইফতার উপভোগ করেন এবং পারস্পরিক শুভকামনা বিনিময় করেন।