রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়লো ২৭ মার্চ পর্যন্ত
ঐতিহ্যবাহী হ্নীলা আল ফালাহ একাডেমি এলামনাই এসোসিয়েশনের “২য় সাধারণ নির্বাচন ও ইফতার মাহফিল ২০২৫” আগামী ২৯ মার্চ ২০২৫ ইং (২৮ রমজান) একাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে, যা নির্ধারিত দিনে নির্বাচন পরিচালনা করবে। একই দিনে এলামনাই মিলনমেলা অনুষ্ঠিত হবে, যা প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করবে।
মিলনমেলায় অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হয়েছিল, যার শেষ সময় নির্ধারিত ছিল ২৬ মার্চ ২০২৫। তবে অনেকের অনুরোধের পরিপ্রেক্ষিতে কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ এড. আনিসুর রহমান জানিয়েছেন, রেজিস্ট্রেশনের সময়সীমা একদিন বাড়িয়ে ২৭ মার্চ ২০২৫ পর্যন্ত করা হয়েছে। এতে করে আরও অধিকসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের আওতায় আসতে পারবেন।
এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আবু বকর আল মামুন আহ্বান জানিয়েছেন, যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, তারা যেন দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। অন্যদিকে, সভাপতি অধ্যাপক মু. ওমর ফারুক বলেন, “বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষে গঠনতান্ত্রিকভাবে নতুন নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখবে। এজন্য সকল এলামনাই সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আগামী শনিবারের এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণের জন্য সকল প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।