সিবিএন ডেস্ক ;
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে শতাধিক ছিন্নমূল মানুষের অংশগ্রহণে এক ইফতার মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশন। আয়োজনে পৃষ্ঠপোষকতা করে ইয়ুথ ফর বাংলাদেশ (ওয়াইএফবি)।
বুধবার (২৬ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এই ইফতার মাহফিল শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিচালনা করেন হাসিঘর ফাউন্ডেশনের উখিয়া শাখার সদস্য মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য পি এম মোবারক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার। তিনি বলেন, “আজকের এই মহতী উদ্যোগে সহযোগিতা করায় ইয়ুথ ফর বাংলাদেশ টিমকে আন্তরিক ধন্যবাদ। আমরা চাই, মাসে অন্তত একদিন যেন ছিন্নমূল অসহায় পথশিশুরা পেটভরে ভালো খাবার খেতে পারে। সে লক্ষ্যেই প্রতি মাসের প্রথম সপ্তাহে একবেলা খাবার বিতরণের উদ্যোগ নিয়েছি। ইয়ুথ ফর বাংলাদেশের মতো সংগঠন পাশে থাকলে এই কার্যক্রম আরও সম্প্রসারিত ও নিয়মিত করা সম্ভব হবে।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।