সিবিএন ডেস্ক ;

পট পরিবর্তনের পর প্রশাসনিক ঢিলেঢালা অবস্থার সুযোগে জেলার বিভিন্ন এলাকায় বেড়ে যায় পাহাড় কাটা, গাছ নিধন ও বালু উত্তোলনের মতো অপরাধ। এতে সক্রিয় হয়ে ওঠে বন অপরাধীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনভূমি ও পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নেয় বন বিভাগ। ইতোমধ্যে পাহাড় কাটা, গাছ নিধন এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অভিযান পরিচালনা করছে তারা।

তারই ধারাবাহিকতায় গতকাল (২৭ মার্চ) গভীর রাতে কক্সবাজারের পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল আলমের নেতৃত্বে পরিচালিত হয় এক শ্বাসরুদ্ধকর অভিযান। তুলাবাগান বিট এলাকায় রাত সাড়ে ১১টা থেকে রাত ২টা ৫০ মিনিট পর্যন্ত চালানো অভিযানে পাহাড় কাটার সময় জব্দ করা হয় একটি ডাম্পার ও একটি স্কেভেটর। তবে অভিযানের খবর পেয়ে পাহাড় কাটায় জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল আলম জানান, জব্দকৃত যান দুটি বর্তমানে বিভাগীয় বন কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযানে উপস্থিত ছিলেন পানেরছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বিদ্যুৎ, ধোয়াপালং রেঞ্জের সদর বিট কর্মকর্তা, দক্ষিণ বন বিভাগের স্পেশাল টিম, রামু থানা পুলিশের টহল টিম এবং সংশ্লিষ্ট রেঞ্জের অন্যান্য স্টাফ।