বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হলো।

এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া, স্বাস্থ্যখাত এবং শিল্পকলা ও সাহিত্য ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। বিশেষত, দুই দেশের সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও আদান-প্রদানের মাধ্যমে সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর হবে। এছাড়া, অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করতে যৌথ বিনিয়োগ আলোচনা শুরু হবে, যা বাংলাদেশের শিল্প ও বাণিজ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

চীনের সহায়তায় বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু করা হবে, যেখানে চীনা বিনিয়োগের জন্য বিশেষ সুযোগ তৈরি হবে। এছাড়া, মোংলা বন্দরকে আধুনিকায়নের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। চীনা প্রযুক্তির সহায়তায় বাংলাদেশে একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে, যা স্বাস্থ্যখাতে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি, হৃদরোগের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে চীন বিশেষ কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান দেবে।

প্রধান উপদেষ্টা বর্তমানে চার দিনের চীন সফরে রয়েছেন। সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।