শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়। এতে দেশটির ঐতিহাসিক আভা ব্রিজ ধসে পড়েছে।

সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাগাইন ও মান্দালয় অঞ্চলের মধ্যে ইরাবতী নদীর ওপর নির্মিত ৯১ বছর পুরোনো আভা ব্রিজটি ভূমিকম্পের কারণে ভেঙে পড়ে। ব্রিটিশ শাসনামলে নির্মিত এই সেতু ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত ছিল।

ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭, যার কেন্দ্রবিন্দু ছিল সাগাইন শহরের কাছে। কম্পনের ফলে মান্দালয়, নাইপিদোসহ বিভিন্ন অঞ্চলে ভবন ধসে পড়েছে এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মিয়ানমার ছাড়াও থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিকম্পের ফলে হওয়া ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে পরিস্থিতি ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে।