আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন এবং এ ঘটনায় ব্যাংককে একটি উঁচু ভবন ধসে নিখোঁজ রয়েছেন ৪৩ জন। শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারের সাগেইন রাজ্যে আঘাত হানা ভূমিকম্পে এ ঘটনা ঘটে। খবর আনাদুলু এজেন্সি
স্থানীয় সংবাদমাধ্যম খিত তিতের বরাত দিয়ে আনাদুলু জানিয়েছে, ভূমিকম্পে মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদ ধসে পড়েছে। এছাড়া সেখানে আরও অন্তত তিনটি মসজিদ ভেঙে পড়ে। মসজিদ ধসে এখন পর্যন্ত অন্তত ২০ জন মারা গেছেন।
একজন উদ্ধারকর্মী বলেছেন, ‘আমরা যখন নামাজ পড়ছিলাম তখন এটি ধসে পড়ে। তিনটি মসজিদ ধসে পড়েছে। মানুষ আটকে আছেন। এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেশি হতে পারে। শি ফো শিং মসজিদও ধসে পড়েছে।’
মিয়ানমারের স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে সাগেইন শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয়ে অবস্থিত ঐতিহাসিক আভা সেতু ধসে পড়েছে। এছাড়া ধসে পড়েছে ঐতিহাসিক মান্দালয় প্যালেসও।
রাষ্ট্র পরিচালিত এমআরটিভির টেলিগ্রাম চ্যানেল রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পের পর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সাগেইন, মান্দালয়, মাগওয়ে এবং উত্তরপূর্ব শান রাজ্য ও নেই পিদো কাউন্সিল এলাকাসহ বাগো রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে।
এদিকে থাইল্যান্ডের পিবিএস নিউজ জানিয়েছে, কর্তৃপক্ষ ব্যাংক এলাকাকে জরুরি অঞ্চল ঘোষণা করেছে। ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জ তাদের লেনদেন স্থগিত করেছে।