আব্দুস সালাম, টেকনাফ প্রতিনিধি;
টেকনাফে অপহরণ ও মানবপাচার চক্রের মূলহোতা কেফায়েত উল্লাহকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, অপহরণ ও মানবপাচারসহ ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৮ মার্চ) সকালে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কেফায়েত উল্লাহ (২৭) টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের নুর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি একাধিক অপহরণসহ নানা অপরাধের ঘটনায় টেকনাফে জোরালো অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে টেকনাফ সদর এলাকায় অভিযান চালিয়ে কেফায়েত উল্লাহকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে তিনটি দেশীয় তৈরি এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “অপহরণ ও মানবপাচার চক্রের মূলহোতা কেফায়েত উল্লাহকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”