সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখা,মাতামুহুরি সাংগঠনিক উপজেলার শাহারবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৮ মার্চ) ফাঁসিয়াখালী গাবতলি বাজার, শাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলে অনুষ্ঠিত হয় । উভয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী,কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক ।
চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম। বিশেষ অতিথি ছিলেন, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান,জেলা শ্রমিক নেতা এডভোকেট মামুনুর রশিদ মামুন । ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুর, ফাঁসিয়াখালী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান । এতে বিভিন্ন স্তরের ৫ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শাহারবিল ২নং ওয়ার্ডের মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম চৌধুরী, সেক্রেটারী হোসনে মোবারক,সাংগঠনিক সম্পাদক ওমার আলী,বিশিষ্ট আলেমেদ্বীন শিব্বির আহমদ ওসমানীসহ অন্তত ৪শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞান-বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে ।
রমজান মাসের বরকতকে কাজে লাগিয়ে সকলকে আত্মগঠন ও তাক্বওয়া অর্জনে ব্রতী হতে হবে । তিনি মাহে রমজানের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান ।