নুরুল আমিন হেলালী, কক্সবাজার
পর্যটন নগরী কক্সবাজারের হাট-বাজারগুলোতে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। অলিগলিতে দোকানিদের হাঁকডাক আর ক্রেতাদের ভিড়ে সরগরম শহরের প্রতিটি মার্কেট। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রিয়জনদের জন্য নতুন পোশাক কিনতে ক্রেতাদের ভিড় বেড়েছে পোশাকের দোকানগুলোতে। তবে গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের বাজেটে টান পড়ছে। পোশাকের পাশাপাশি জুতা, কসমেটিকস, পাঞ্জাবি ও প্যান্টের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ করা যাচ্ছে।
শনিবার (২৯ মার্চ) শহরের সুপার মার্কেট, এছালাম মার্কেট, হকার্স মার্কেট, ফিরোজা মার্কেট, আপন টাওয়ার, পৌরসভা মার্কেটসহ আশপাশের বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভিড় দেখা গেছে। দোকানিরা বাহারি সাজসজ্জা ও চোখধাঁধানো আলোকসজ্জার মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ বাড়ানোর চেষ্টা করছেন। জেলার বিভিন্ন উপজেলার বাজারেও ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। কেউ দরদাম করছেন, কেউ আবার পছন্দের পোশাক কিনে খুশি মনে বাড়ি ফিরছেন।
ঈদের কেনাকাটা করতে আসা শহরের ঝাউতলার বাসিন্দা আফিফা উর্মি বলেন, “মার্কেটে ছেলেমেয়েদের জন্য নতুন জামা কিনতে এসেছি, কিন্তু কাপড়ের মানের তুলনায় দাম অনেক বেশি।” স্কুল শিক্ষক জসিম উদ্দিন জানান, তিনি সন্তানদের জন্য ঈদের পোশাক কিনতে মার্কেটে এসেছেন, তবে প্রচণ্ড ভিড় এবং বাজেটের মধ্যে পোশাক না পাওয়ায় হতাশ।
মার্কেটের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও উপচেপড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে কম দামে ভালো পণ্য কিনতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। জুতা, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, পাজামা, সানগ্লাস, ঘড়ি, আন্ডারগার্মেন্টসসহ সব ধরনের পণ্য মিলছে এসব দোকানে।
এক দোকানি মোজাম্মেল জানান, “নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কাছে টাকা নেই। অনেক ক্রেতা আসছেন, ঘুরে দেখছেন, কেউ দরদাম ছাড়াই পছন্দের পোশাক কিনছেন, আবার কেউ দাম বেশি বলে না নিয়ে চলে যাচ্ছেন।”
সন্তানদের জন্য পোশাক কিনতে আসা দিনমজুর হেনা বেগম ২০ মিনিট ঘুরেও বাজেটের মধ্যে মেয়ের জন্য একটি পোশাক কিনতে পারেননি। নাজমুল নামে এক ক্রেতা বলেন, “গত বছর যে টাকায় আমি, স্ত্রী ও মেয়ের জন্য কেনাকাটা করেছি, এবার দ্বিগুণের বেশি খরচ হচ্ছে।”
এদিকে, ঈদের কেনাকাটাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মার্কেট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তবে ভিড়ের মধ্যে কিছু চুরির ঘটনাও চোখে পড়েছে। সব মিলিয়ে শেষ মুহূর্তে কক্সবাজারের ঈদ বাজারে ব্যস্ততা তুঙ্গে।