সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে রবিবার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিচ্ছে পবিত্র রমজান, আর চাঁদ দেখা সাপেক্ষে বিশ্বব্যাপী মুসলিমরা পালন করবে ঈদুল ফিতর।
সৌদি আরবের পবিত্র দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ শনিবার (২৯ মার্চ) জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ২৯ রোজার পরই ঈদ উদযাপন করা হবে।
সৌদির সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে ঈদের চাঁদ দেখার জন্য সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে চাঁদ অনুসন্ধান শুরু হয়। সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি বলেন, “সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত হবে এবং অর্ধচন্দ্র সূর্যাস্তের ৮ মিনিট পর অস্ত যাবে। আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখা সম্ভব।” পরে জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-আমারও একই প্রত্যাশা ব্যক্ত করেন, যা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদ-সূর্যের সংযোগ ঘটবে।
২০ মার্চ আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পূর্বাভাস ছিল, যেসব দেশ চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেখানে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। তবে সৌদিতে ২৯তম দিনেই চাঁদ দেখা যাওয়ায় সেই পূর্বাভাস আংশিক ভুল প্রমাণিত হয়েছে।
সৌদির প্রতিবেশী দেশ ওমানে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ৩০ রোজা পূর্ণ করা হবে। ফলে দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে।