বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়েছেন, দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবারও মাঠে নামবে। তিনি বলেন, ‘মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র চলছে। বিএনপি এখনো রাস্তায় নামেনি, তবে জনগণের স্বার্থ বিঘ্ন হলে আবারও রাজপথে নামবে। বিএনপি জনগণের ভোটাধিকার হরণ হতে দেবে না।’

শনিবার (২৯ মার্চ) রাজধানীর বাড্ডার বেরাইদে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে। এর মাধ্যমে দেশে বিভাজন তৈরি ও নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর অপচেষ্টা করা হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। জনগণ এমন একটি সরকার চায়, যা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। কারণ, সমস্ত সংগ্রামই সুষ্ঠু নির্বাচনের জন্য হয়েছে। বিএনপি অনির্দিষ্টকালের জন্য সংস্কার চায় না, বরং জনগণের সরকার প্রতিষ্ঠা চায়।’

মির্জা ফখরুল দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির ৯৯ শতাংশ নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। তবে এখন নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আল্লাহর নির্দেশে শেখ হাসিনা গুম হয়েছেন। তার পতনের পর দেশে নতুন সুযোগ এসেছে।’