মো. আরকান, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মার্চ) বিকেল ৫টায় পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি জাকের আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক সরফরাজ আল নেওয়াজ চৌধুরী, জেলা স্কাউটসের সম্পাদক মোহাম্মদ আনছারুল করিম, যুগ্ম সম্পাদক শাহরিয়ার আজাদ, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ.এম. এমরান আহমেদ, সাধারণ সম্পাদক এম. দিদারুল করিম, পেকুয়া উপজেলা স্কাউটসের কমিশনার মোহাম্মদ নাছির উদ্দীন, সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী প্রমুখ।
এছাড়াও পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ কমিটির সদস্য মাহমুদুল করিম ফারুকী, নুরুল কাদের আল নেওয়াজ, সাংবাদিক রেজাউল করিম রেজা ও জালাল উদ্দীন উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।