সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা বিতর্কে জড়াতে চাই না, বরং বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।’
রোববার (৩০ মার্চ) বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
রোববার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলাতেও ঈদ উদযাপিত হয়েছে। তবে এ বিষয়ে প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা শেষ করি। দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে, যা ইসলামের পরিভাষায় “রইয়ত” বা দৃষ্টিগোচর হওয়া বলে পরিচিত।’
তিনি আরও বলেন, ‘শুধু চাঁদ দেখা নয়, যেসব বিষয়ে বিতর্ক তৈরি হতে পারে, আমরা সেগুলো সচেতনভাবে এড়িয়ে যেতে চাই।’