দীর্ঘ আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এবার যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে ঈদ কাটাচ্ছেন তিনি।
খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয়বারের মতো ঈদ উদযাপন। ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন তিনি। তারও আগে ২০১৫ সালে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করেছিলেন।
তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং তিন নাতনি- জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান- বেগম জিয়াকে ঘিরে ঈদের আয়োজন সাজিয়েছেন।
২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর টানা চারটি ঈদ কারাগার ও হাসপাতালে কাটাতে হয়েছিল তাকে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান তিনি। পরে আদালত তার বিরুদ্ধে থাকা দুর্নীতির দুটি মামলার রায় বাতিল করে।