সিবিএন ডেস্ক ;
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোহাগাড়া থানার পুলিশ জানায়, জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের বাসটি লোহাগাড়া সদরের পর চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। মিনিবাসটি কক্সবাজারের উখিয়া থেকে রওনা দিয়েছিল।
নিহতরা হলেন- আরাফাত (২১), রিফাত (১৮), নিজাম (২৮), সিদ্দিক (১৪) ও নাজিম (৩০)।