জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ চেয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এতে করে জাতি জানতে পারবে বিচার কতদিনে এবং কীভাবে সম্পন্ন হবে।

সোমবার (৩১ মার্চ) এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “ঈদের আনন্দের পাশাপাশি আমাদের জন্য দুঃখের বিষয় হলো, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারগুলো কষ্টের মধ্যে ঈদ পালন করেছে। কয়েকশ’ পরিবার তাদের আপনজন ছাড়া প্রথম ঈদ কাটিয়েছে। এনসিপির পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো।”

তিনি বলেন, “ঈদের দিনেও আমরা জুলাই গণহত্যার বিচার দ্রুততম সময়ে কার্যকর করার দাবি জানিয়েছি। আমাদের এ সময়ের অন্যতম এজেন্ডা বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন। আমরা মনে করি, ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে আইনের শাসন বিপন্ন হবে, যা মানুষকে আইন হাতে তুলে নিতে উদ্বুদ্ধ করতে পারে।”

নাহিদ ইসলাম বলেন, “সরকারের কাছে আমরা বিচারের দাবি জানিয়েছি। একই সঙ্গে সকল রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিচারের বিষয়ে সরব হতে আহ্বান জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের সময়েই আমরা বিচার প্রক্রিয়ার একটি রোডম্যাপ দেখতে চাই, যাতে জাতি জানতে পারে কতদিনে এবং কীভাবে বিচার হবে।”

তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ ও সম্প্রীতি সারাবছর বজায় থাকবে। এসময় তিনি সবাইকে এনসিপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান এবং সবার সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।