সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদরের চৌফলদন্ডী বৃহত্তর সিকদার পাড়া আল-আমানাহ যুব সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ঈদুল ফিতরের প্রথম দিন (৩১ মার্চ) বিকালে সিকদারপাড়া জানাযার মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি জেলার সহ অর্থ সম্পাদক মাওলানা জামাল হোসেন সিদ্দিকী।

সংগঠনের সভাপতি মাস্টার জাহাঙ্গীর আব্দুল্লাহর সভাপতিত্বে পুনর্মিলনীতে বিশেষ অতিথি ছিলেন, সওতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রমজান আলী ও মাওলানা আব্দুল কাদের।

সংগঠনের উপদেষ্টা মুফতি মাওলানা ইউসুফ মক্কীর সঞ্চালনায় অনুষ্ঠানে বৃহত্তর সিকদার পাড়ার সর্বপ্রথম হাফেজ মোহাম্মদ এনামুল হক, হাফেজ আব্দুল মান্নান, প্রথম মুহাদ্দিস মাওলানা নুরুল হাকিম, প্রথম কারী মাওলানা নুরুল আলম, প্রথম মুফতি মওলানা ইউসুফ মক্কী, প্রথম মাস্টার আব্দুল হামিদ, মাস্টার শফিউল আলম শফি, মাস্টার আব্দুল্লাহ জাহাঙ্গীর, প্রথম পুলিশ কনস্টেবল নূর মোহাম্মদ শাকিল, প্রবাসী রেমিটেন্সযোদ্ধা মোহাম্মদ ফারুক, প্রবীণ আলেম মাওলানা নুরুল আজিম, মাওলানা হাজী মোহাম্মদ আলী, মাওলানা বজলুল করিম, সংগঠনের উপদেষ্টা মাস্টার আব্দুল্লাহকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আরো সম্মাননা পেয়েছেন, সিকদার পাড়া এলাকার হাফেজ ও মহিলা হাফেজাগণ, দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টা ও পাড়ার মুরব্বিগণ উপস্থিত ছিলেন।

কেন্দ্র মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জিন এলাকার মুরব্বিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী আব্দুল খালেক।

ইসলামিক সংগীত পরিবেশনায় ছিলেন সুফিয়া মসজিদের মুয়াজ্জিন হাফেজ ইরফান।

সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা এনামুল হক অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন, হাশেমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুরুল হাকিম, সাইফুল ইসলাম, হাফেজ রমজান আলী, হাফেজ মাওলানা আবু আবরার মোহাম্মদ আনাস প্রমুখ।