বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে আঞ্চলিক জোটের সদস্য দেশগুলোর প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হবে।
বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান। তিনি জানান, বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন অধ্যাপক ইউনূস।
সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ইউনূস সব সদস্য দেশের প্রধানদের সঙ্গে ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করবেন।
বিমসটেক সম্মেলনের প্রথম দিনে ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা এবং পরদিন মূল সম্মেলনে বক্তব্য দেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।
বিমসটেকের পূর্ণরূপ হলো ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের মাধ্যমে এ জোট গঠিত হয়।