বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে লন্ডনের চিকিৎসকরা। বুধবার (২ এপ্রিল) লন্ডনে অবস্থানরত তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জাহিদ হোসেন জানান, বুধবার থেকে ম্যাডামের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে, যা আগামী চার দিন ধরে চলবে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বাসায় গিয়ে তাকে দেখবেন এবং প্রয়োজন হলে ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা তার পরবর্তী চিকিৎসা ও হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বিএনপি চেয়ারপারসন বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তার উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার-অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।