মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের এক সপ্তাহ পার হতে না হতেই এবার কেঁপে উঠল জাপান। আগেই দেশটিতে ভূমিকম্পের আশঙ্কা করা হয়েছিল এবং সতর্কবার্তাও জারি করা হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হলো।
বাংলাদেশ সময় বুধবার রাত ৮টার পর জাপানে ভূমিকম্প অনুভূত হয়। কিয়ুশু অঞ্চলে ৬ মাত্রার কম্পন ছড়িয়ে পড়ে। জাপানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূগর্ভের ৩০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। ৩১.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩১.৪৭ ডিগ্রি দ্রাঘিমাংশ থেকে ভূমিকম্প ছড়িয়ে পড়ে।
এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩,০০০ মানুষের প্রাণহানি ঘটে। এর প্রভাব পড়ে থাইল্যান্ড, চীন এবং জাপানেও। সেই ধাক্কা সামলে ওঠার আগেই জাপানে নতুন ভূমিকম্প নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।
জাপান সরকার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, দেশটি ৯.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এতে প্রায় ৩ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি সাধারণ ভূমিকম্প নয়, বরং ‘মহাভূমিকম্প’ হতে পারে, যা জাপানকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারে।