কুতুবদিয়া:

কক্সবাজার সদর হাসপাতালের নার্সিং অফিসার সালাহ উদ্দিন ঝিকু কুতুবদিয়ায় নবগঠিত “কুতুবদিয়া নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্টস ফোরাম”-এর প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কুতুবদিয়া হাসপাতালের অডিটরিয়ামে ফোরামের আত্মপ্রকাশ ও সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান। বিশেষ অতিথি ছিলেন নার্সিং অফিসার জনাব জাহেদুল ইসলামসহ অন্যান্য বিশিষ্টজনেরা।

ফোরামের সদস্যদের সম্মতিতে মোট সাতজন উপদেষ্টা মনোনীত হয়েছেন। এতে প্রধান উপদেষ্টা হয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের নার্সিং অফিসার  সালাহ উদ্দিন ঝিকু। অন্যান্য উপদেষ্টারা হলেন:

  • কুতুবদিয়া হাসপাতালের নার্সিং ইনচার্জ  রাশেদুল ইসলাম
  • সিএসসিআর হাসপাতালের সাবেক ওটি ইনচার্জ হাসান মুরাদ
  • গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল, উখিয়ার নার্সিং অফিসার তাসফিয়া জান্নাত নওরীন
  • জেমসন রেড ক্রিসেন্ট হাসপাতাল, আন্দরকিল্লার সাবেক নার্সিং অফিসার জান্নাতুল নাঈম তারিন
  • গণস্বাস্থ্যকেন্দ্র, কুতুবদিয়ার নার্সিং অফিসার জান্নাতুল নাঈম

প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করিয়ে দায়িত্ব গ্রহণ করিয়েছে ফোরামের সদস্যরা। উপদেষ্টারা তাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে ফোরামকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি, দ্বীপবাসীর স্বাস্থ্যসেবার প্রয়োজনে উপদেষ্টারা ও ফোরামের সদস্যরা সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।