২০২৫ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। তবে শিক্ষার্থীরা পরীক্ষা একমাস পেছানোসহ দুটি দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে শহীদ মিনারের সামনে শুরু হয়ে ঢাকা শিক্ষাবোর্ড পর্যন্ত এলাকায় বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আন্দোলন। অন্য জেলার শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ডে অবস্থান নেবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএসসির পরীক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি না মানলে তারা পরীক্ষায় অংশ নেবেন না।
শিক্ষার্থীদের দুই দাবি:
🔹 পরীক্ষা ১ মাস পেছানো
🔹 সব পরীক্ষার মাঝে ৩-৪ দিন বিরতি রাখা
শিক্ষার্থীদের দাবি, রমজান মাসে রোজা রেখে সঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। ঈদের পরপরই পরীক্ষা শুরু হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নেই।
তাদের আরও অভিযোগ, প্রচণ্ড গরমে একটানা পরীক্ষা দেওয়া কষ্টকর ও স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। অনেক পরীক্ষার্থীর কেন্দ্র দূরে হওয়ায় যাতায়াতও কষ্টসাধ্য হবে। তাই তারা পরীক্ষার মাঝে পর্যাপ্ত বিরতিরও দাবি জানিয়েছে।
পরীক্ষার সময়সূচি
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত রুটিন অনুযায়ী, এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল এবং চলবে ১৩ মে পর্যন্ত। বাংলা প্রথমপত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে শেষ হবে।
তত্ত্বীয় পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে পর্যন্ত চলবে।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড কোনো সিদ্ধান্ত নেয় কি না, তা এখন দেখার বিষয়।