সিবিএন ডেস্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই দূর্ঘটনায় ট্রেনের ভেতরের বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় দুপুর ১২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার পর ঢাকা থেকে ময়মনসিংহ বিভাগের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। এক যাত্রীর বর্ণনায় জানা যায়, সকাল পৌনে ৯টায় ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে যাত্রা শুরু করলে ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনের পাওয়ার কারে আগুন ধরে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় যাত্রীদের ট্রেন থেকে নামতে বাধ্য করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা সংলগ্ন কোচ সরিয়ে অগ্নি সংক্রমণ রোধে সহায়তা করেন।

দমকল কর্মকর্তারা জানান, দুপুর নাগাদ আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষ ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তে কাজ করছেন বলে জানানো হয়েছে।