ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’ দেশের সিনেমা হলগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ছবিটি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ১২০টি হলে একযোগে প্রদর্শিত হচ্ছে।

প্রথম দিন থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে, এমনকি মাল্টিপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট বুকিং করেও সিনেমা দেখা কঠিন হয়ে পড়েছে। দর্শকদের চাহিদার কারণে একের পর এক নতুন শো যোগ করা হয়েছে।

💰 দুই দিনে আয় কত?

বাংলাদেশে বক্স অফিস কালেকশনের নির্দিষ্ট রেকর্ড না থাকায় সিঙ্গেল স্ক্রিনের নির্ধারিত আয় জানা সম্ভব নয়। তবে মাল্টিপ্লেক্সের আয় উঠে এসেছে সামনের সারির তথ্যসূত্রে।

দেশের জনপ্রিয় অভিনেত্রী ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ একটি ফটোকার্ড শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে—

📌 প্রথম দিনের আয়: ২৮ লাখ ৩০ হাজার টাকা
📌 দ্বিতীয় দিনের আয়: ৪৪ লাখ ৩১ হাজার টাকা
📌 মোট আয় (দুই দিনে): ৭২ লাখ ৬১ হাজার টাকা

গত বছরের ঈদে শাকিব খানের ‘রাজকুমার’ মাত্র ১২ লাখ টাকা ওপেনিং করেছিল, যা এবারের ‘বরবাদ’-এর তুলনায় অনেক কম।

🎬 সিঙ্গেল স্ক্রিনে দারুণ ব্যবসা

সারাদেশে শতাধিক সিঙ্গেল স্ক্রিন হলে ‘বরবাদ’ চালানো হচ্ছে, এবং হল মালিকরা মোটা অঙ্কের বুকিং মানি পরিশোধ করেছেন। ফলে অনুমান করা যায়, সিনেমাটির আয় ইতোমধ্যেই কয়েক কোটিতে পৌঁছে গেছে।

🎤 শাকিব-ইধিকার রসায়ন দর্শকপ্রিয়তা পাচ্ছে

সিনেমাটির পোস্টার, টিজার ও গান ইতোমধ্যে দর্শকদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, যা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

🔥 আপনি কি ইতোমধ্যে ‘বরবাদ’ দেখেছেন? কেমন লাগলো সিনেমাটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না!