আবুল কাশেম, রামু;

রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল ৯নং ওয়ার্ডে মাদকবিরোধী প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

৪ এপ্রিল, শুক্রবার জুমার নামাজের পর উত্তর ফতেখাঁরকুল জামে মসজিদের সামনে থেকে বিক্ষুব্ধ জনতা মিছিল বের করেন। মিছিলটি তেচ্ছিপুল স্টেশনসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।

মাদকবিরোধী এই কর্মসূচির আয়োজন করেন ফতেখাঁরকুল ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রহিম এবং এতে পৃষ্ঠপোষকতা করেন ইউপি সদস্য মোবারক হোসেন বাগ্গু।

সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাঈয়েদ আবুল আলা, ফোরকান আহাম্মদ, নেজামে ইসলাম পার্টির উপজেলা সভাপতি মাওলানা শহিদ উল্লাহ, জামায়াত ইসলামী ৯নং ওয়ার্ড সভাপতি এম. মতাজ মিয়া, চাকমারকুল ইউপি সদস্য মোহাম্মদ রাশেল এবং ওয়ার্ড বিএনপি নেতা দিদারুল আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শীল মিত্র অরবিন্দু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা মিজানুল হক, নবী হোছন, নুরুল হক, মোজাফফর আহমদ, নুরুল আলম নুরু, মোহাম্মদ সামি প্রমুখ।

বক্তারা বলেন, ফতেখাঁরকুল ইউনিয়ন সদরঘেঁষা এলাকা হওয়া সত্ত্বেও ৯নং ওয়ার্ডে মাদকের বিস্তার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই। এতে সমাজে চুরি, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। অবিলম্বে মাদক নির্মূলে জোরালো অভিযান পরিচালনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এই মানববন্ধন ও মিছিলে রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।