এইচ এম রুহুল কাদের, চকরিয়া ;
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ক্রমবর্ধমান দুর্ঘটনা ও প্রাণহানির প্রতিবাদে এবং মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চকরিয়া উপজেলা শাখা।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টায় ইনানী রিসোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক।
মানববন্ধনে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম।
বক্তব্য দেন হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদ, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহির উদ্দিন আহমদ বাবর, শ্রমিক নেতা এইচ এম রুহুল কাদের, বরইতলি ইউনিয়ন সভাপতি জায়েদুল ইসলাম, ইউনিয়নের নায়েবে আমীর জুনাইদ সিকদার, সহসভাপতি গোলাম হাসিব মোস্তফা সাকি এবং সাবেক এমইউপি বাবুল আহমদ। মানববন্ধনে হারবাং-বরইতলি ইউনিয়নের সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, “দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমণে আসে। কিন্তু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ঈদ উপলক্ষে যাত্রাকালে একাধিক দুর্ঘটনায় ২৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আমরা আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না। অবিলম্বে এই মহাসড়ক ছয় লেনে উন্নীত করতে হবে।”