মাঠে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে—তবে ফলাফল যেন একটি পরিপূর্ণ বিশ্বকাপ জয়। ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ আয়োজিত ফেসবুক পোলভিত্তিক টুর্নামেন্টে আর্জেন্টিনাকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ নামে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ৬৪টি দেশ। প্রতিটি রাউন্ডে দুটি দেশের জন্য নির্ধারিত হয় দুটি রিঅ্যাকশন বাটন—‘লাভ’ ও ‘কেয়ার’। প্রতিটি ধাপেই বিপুল ভোটে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার ভোটযুদ্ধে ২১ ঘণ্টার ব্যবধানে ফলাফল আসে একেবারে একপেশে। বাংলাদেশ পায় ৯ লাখ ১৬ হাজার ভোট (রিঅ্যাকশন), সেখানে আর্জেন্টিনা পায় মাত্র ১৯ হাজার।

টুর্নামেন্টের রাউন্ড অব সিক্সটিনে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল লাতিন আমেরিকার আরেক জায়ান্ট ব্রাজিল। সেখানেও জয় পায় লাল-সবুজ। এরপর একের পর এক জয় ছিনিয়ে ফাইনালে পা রাখে দলটি।

এই ‘ফলোয়ার্স কাপ’ মাঠের খেলা না হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের বিপুল জনসমর্থনের একটি চিত্র তুলে ধরে। বিশ্ব ফুটবলের জনপ্রিয় দুটি দেশের বিপক্ষে জয়ের মাধ্যমে বাংলাদেশ দেখিয়েছে, সমর্থনের মাপকাঠিতে তাদেরও গর্ব করার মতো অবস্থান রয়েছে।