প্রেস বিজ্ঞপ্তি:
দেশের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর ছোট সাহেবযাদা, খেলাফত আন্দোলন বাংলাদেশের প্রধান মাওলানা কারী আতাউল্লাহ হাফেজ্জী রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা হোসাইন আহমদ, মুফতি ইব্রাহীম আজিজী, মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম সম্পাদক হাফেজ আমানুল হক আমান, মাওলানা ফরিদুল হক, ডা. মাওলানা মঈন উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, পৌর আমীর মাওলানা খালেদ সাইফী, সাধারণ সম্পাদক মুফতি ইউছুফ মক্কী, বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির আহবায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি অলি উল্লাহ আরজু, সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা কারী আতাউল্লাহ হাফেজ্জী রহ. ছিলেন, একজন খ্যাতিমান ক্বারী ও প্রথিতযশা নিভৃতচারী আলেমেদ্বীন।তিনি ছিলেন, দ্বীনি অঙ্গনের একজন দরদী অভিভাবক। আজীবন তিনি ইলমে নবভীর বিস্তার, ইসলামী তাহযীব-তামাদ্দুনের বিকাশ ও ইসলামী রাষ্ট্রবিনির্মাণের সংগ্রামে নিবেদিত ছিলেন। পরহেজগারী, তাকওয়া ও ইখলাস ছিলো তাঁর জীবনের অনন্য সৌন্দর্য। দ্বীনি দাওয়াত ও আমল-আখলাকের মিশেলে গড়া তাঁর পুরো জীবন উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের দরজাত বুলন্দি কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
উল্লেখ্য, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের শশুর মাওলানা কারী আতাউল্লাহ হাফেজ্জী রহ. জুমাবার (৪ এপ্রিল) বেলা ১১টায় ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত ঢাকা কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ও লক্ষ্মীপুর রায়পুর লুধুয়া মাদরাসার মুহতামিম ছিলেন। বাংলাদেশে তাঁর অসংখ্য ভক্ত, অনুরাগী এবং ছাত্র রয়েছেন।