মো. আরকান, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া থানার চত্বরে জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আবদুল মান্নান (৩৯)। তিনি উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি কইড়ার পাড়া এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ এর পুত্র। জানা গেছে, আবদুল মান্নান মোবাইল ফোন কোম্পানি ‘রবি’-এর এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।
এ ঘটনায় অভিযুক্ত শাহাব উদ্দিন (৪৫) কে পুলিশ ঘটনাস্থল থেকেই আটক করেছে। তিনি একই এলাকার হাজী দৌলত এর পুত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, টইটংয়ের পশ্চিম সোনাইছড়িতে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ ও শাহাব উদ্দিন গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আবদুল অদুদ। শনিবার সকালে এএসআই আপ্যায়ন বড়ুয়ার সঞ্চালনায় থানার নারী ও শিশু সুরক্ষা ডেস্কে দুই পক্ষকে নিয়ে এক বৈঠক হয়। বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ১১ এপ্রিল পুনরায় বৈঠকের দিন ধার্য করা হয়।
বৈঠক শেষে থানা চত্বরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শাহাব উদ্দিন ও তাঁর সহযোগীরা আবদুল মান্নানকে মারধর করে গুরুতর আহত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মান্নানের নাকে ঘুষি মেরে রক্তাক্ত জখম করা হয়।
আহত অবস্থায় মান্নানকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহবুল আলম বলেন, “আহতের নাকের আঘাত গুরুতর। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চমেকে রেফার করা হয়েছে।”
এ বিষয়ে টইটং ইউপি সদস্য ইলিয়াস মুহাম্মদ রোকন উদ্দিন বলেন, “আমি দুই পক্ষের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলাম। এর আগেও দুইবার এমন বৈঠক হয়েছে, কিন্তু বিরোধ মীমাংসা হয়নি। আজকের ঘটনায় এক পক্ষ উত্তেজিত হয়ে অপর পক্ষের ওপর হামলা চালিয়েছে।”
পেকুয়া থানার এএসআই আপ্যায়ন বড়ুয়া বলেন, “বিরোধের তদন্তে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলাম। বৈঠক শেষে থানা চত্বরে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।”
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “এটি একটি জায়গা-সংক্রান্ত বিরোধ। বৈঠক শেষে থানার বাইরে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”