টেকনাফ প্রতিনিধি;

টেকনাফ থানাধীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার, কক্সবাজার জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন সাহার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) ইব্রাহিম এবং তার সঙ্গীয় ফোর্স ৫ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১০টার দিকে ঢালা চেকপোস্টে দায়িত্ব পালনের সময় তল্লাশি কার্যক্রম চালান।

এসময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশির সময় সামনের সিটে বসা এক যাত্রীর কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে স্বীকার করে, তার পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট রয়েছে। এরপর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে বাহারছড়া তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পায়খানার মাধ্যমে বিশেষ কায়দায় গিলে ফেলা কালো রঙের ছোট ছোট পোটলা বের হয়।

পরবর্তীতে তার নিজ হাতে পোটলাগুলো খোলার পর দেখা যায়, তাতে মোট ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। এসআই (নিঃ) লক্ষণ চন্দ্র বর্মণ আলামত হিসেবে ইয়াবাগুলো জব্দ করেন এবং তা সংরক্ষণের জন্য তালিকা প্রস্তুত করেন।

আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম জুয়েল মিয়া (২১), পিতা–আব্দুর শুক্কুর, মাতা–আসমা খাতুন, সাং–রহিঙ্গাকাটা, ৪নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, থানা–টেকনাফ, জেলা–কক্সবাজার। সে আরও জানায়, আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে হোয়াইক্যং এলাকা থেকে ইয়াবাগুলো গিলে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।