সিবিএন ডেস্ক :
আগামী ৭ থেকে ১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সামিটের মূল লক্ষ্য হলো বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংযোগ তৈরি করা।
সামিটের “স্টার্টআপ কানেক্ট” সেকশনে কক্সবাজারের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে ‘দরিয়া’। এটি কক্সবাজারভিত্তিক একটি পোশাক ব্র্যান্ড, যেটি স্থানীয়ভাবে তৈরি পণ্যের মাধ্যমে দেশব্যাপী ও আন্তর্জাতিকভাবে বিস্তার ঘটিয়েছে।
সামিটে অংশগ্রহণের মনোনয়ন পেয়ে ‘দরিয়া’র প্রতিষ্ঠাতা ও সিইও সায়ন্তন ভট্টাচার্য কক্সবাজারবাসীসহ সকল শুভানুধ্যায়ীকে এই অর্জন উৎসর্গ করে বলেন, “এই স্বীকৃতি কেবল আমার নয়, এটি কক্সবাজারের প্রত্যেক মানুষের অর্জন। এই সামিটে অংশ নিতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।”
আগামী ৯ এপ্রিল সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে রাষ্ট্রদূত, নীতিনির্ধারক ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেবেন। ওইদিন তরুণ উদ্যোক্তাদের এক্সপো এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি আয়োজিত নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনও থাকবে।
১০ এপ্রিল সামিটে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে— ডিজিটাল অর্থনীতি (সিটি এনএ ও ইউএনডিপি), টেক্সটাইল (এইচএসবিসি ও বিজিএমইএ), কৃষি ও কৃষি-প্রক্রিয়াজাতকরণ (ডাচ দূতাবাস ও এলসিপি), এবং স্বাস্থ্যসেবা (ইন্সপিরা, ইবিএল ও সাজিদা ফাউন্ডেশন)।
সামিটে বিনিয়োগকারীদের জন্য থাকবে ম্যাচমেকিং সেশন ও সেরা বিনিয়োগ অভিজ্ঞতা নিয়ে রাউন্ড টেবিল বৈঠক। বিনিয়োগ আলোচনার সুবিধার্থে বরাদ্দ থাকবে বোর্ডরুম, লাউঞ্জ, মধুমতি ও তুরাগ কনফারেন্স হল এবং হোটেলের দ্বিতীয় তলায় বিশেষ নেটওয়ার্কিং স্পেস।
সামিটের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে UNDP, FCDO, গ্রামীণফোন, বিশ্বব্যাংক ও ফিকি, যারা যৌথভাবে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) বৃদ্ধিতে কাজ করবে।