শেফাইল উদ্দিন :
কক্সবাজারের ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে আব্দুল ওয়াদুদ নামের পঞ্চাশোর্ধ এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে ঈদগাঁও -চৌফলদ্ডী সড়কের মাইজপাড়া- পালাকাটা রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পার্শ্ববর্তী চকরিয়ার উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সওদাগর ঘোনা এলাকার আলিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান ,কক্সবাজারমুখী ট্রেনটি উক্ত ক্রসিং অতিক্রম কালে ঈদগাঁও থেকে চৌফলদণ্ডীমুখী মোটরসাইকেলটি রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে। মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। সম্প্রতি তিনি সহ আরো কয়েকজন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে । রেলক্রসিংয়ে গেটম্যান উপস্থিত না থাকায় এবং ট্রেনে হুইসেল না বাজিয়ে ক্রসিং অতিক্রম করাতে এ দূর্ঘটনা ঘটে।
ঈদগাঁও ইসলামাবাদ রেল স্টেশন মাস্টার মোঃ: আবদুল কাইয়ুম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজারমুখি পর্যটক এক্সপ্রেস ৮১৬ নং ট্রেনটি দুইটা দশ মিনিটে ইসলামাবাদ স্টেশন অতিক্রমের পর এ দূর্ঘটনা হয় এবং জিআরপি,কক্সবাজার এর ভারপ্রাপ্ত(ওসি) শাহজালাল ঘটনা স্থলে যাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ ,ক্রসিং গেটম্যান মাদকাসক্ত ব্যক্তি,সে প্রায় সময় দায়িত্ব অবহেলা করে। তার কারণে এ দূর্ঘটনা এবং ঘটনার পরপর জনরোষের ভয়ে ক্রসিং অফিস থেকে সে পালিয়ে যায়।
এলাকাবাসী গেটম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।