গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুটি মামলায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিবৃতিতে তিনি বলেন, “সোমবার দেশের বিভিন্ন শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। এই হামলা ও ভাঙচুর জননিরাপত্তা এবং আইনের শাসনের পরিপন্থী। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং দুটি মামলা দায়ের হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। যতক্ষণ না দায়ী সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে, অভিযান চলবে।”

প্রেস সচিব শফিকুল আলম দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, “যার কাছে এ বিষয়ে কোনো তথ্য রয়েছে, তাকে এগিয়ে এসে তদন্তে সহায়তা করার আহ্বান জানাচ্ছি। যারা সমাজে অস্থিরতা ও সহিংসতা ছড়াতে চায়, তাদের অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে।”