বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তামাক চাষি ও শ্রমিকসহ আটজনকে অস্ত্রের মুখে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে।
অপহৃতদের মধ্যে রয়েছেন দুইজন তামাক চাষি—মো. আমিন (৩৭) ও মো. ভুট্টু (৩১)। বাকি ছয়জন শ্রমিক হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত একটার দিকে অস্ত্রধারী একদল লোক লেমুপালং এলাকায় এসে আমিন ও ভুট্টুর খামারবাড়িতে চাঁদার দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে না পারায় তারা আটজনকে জিম্মি করে নিয়ে যায় এবং মুক্তিপণের জন্য দাবিও জানায়।
এর আগে একই ধরনের ঘটনায় ১৪ জানুয়ারি বমুখাল এলাকায় সাতজন, ২ ফেব্রুয়ারি গজালিয়া ইউনিয়নে সাতজন এবং ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালীর মুরুং ঝিরি এলাকার ছয়টি রাবার বাগান থেকে ২৬ জন শ্রমিক অপহৃত হয়েছিলেন। অধিকাংশ ক্ষেত্রেই অপহৃতদের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা।
সর্বশেষ ঘটনায় অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুর রহমান। তিনি জানান, অপহৃতদের স্বজনদের বরাতে তারা মুক্তিপণের বিষয়টি নিশ্চিত হয়েছেন। লামা থানার ওসি মো. তোফাজ্জল হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।