বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তালিকা থেকে এক লাখ ৮০ হাজার জনকে নিজ দেশে ফিরিয়ে নিতে প্রস্তুত বলে জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তবে রাখাইনের বর্তমান পরিস্থিতিতে তাদের প্রত্যাবাসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকার এখন পর্যন্ত আড়াই লাখের মধ্যে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে যাচাই করে গ্রহণযোগ্য বলেছে। বাকি ৭০ হাজার এখনো রিভিউয়ে রয়েছে। বাংলাদেশ আশা করছে, আরও ৭-৮ লাখ রোহিঙ্গার যাচাই-বাছাই দ্রুত সম্পন্ন করবে দেশটি।
তবে শুধু তালিকা অনুমোদন করলেই প্রত্যাবাসন শুরু করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। তৌহিদ হোসেন বলেন, রাখাইনের বাস্তব পরিস্থিতি বিবেচনায় এখনই প্রত্যাবাসন সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে।
সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের রোহিঙ্গাবিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে মিয়ানমারের জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী উ থান শোয়ে এ তথ্য জানান। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ছয় দফায় দেওয়া তালিকা থেকে এই যাচাই-বাছাই চলছে।