সিবিএন ডেস্ক

পূর্বাচলের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বিচারক জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

অপর ১৬ আসামির মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ রাজউকের সাবেক কর্মকর্তা ও প্রকৌশলী এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে মোট ৬০ কাঠার ছয়টি প্লট নিজেরা গ্রহণ ও বরাদ্দ দেন, যা শাস্তিযোগ্য দুর্নীতির আওতাভুক্ত অপরাধ।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্লট বরাদ্দ প্রক্রিয়ায় আরও যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে মামলা করা হবে। এই মামলা অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ।