সিবিএন ডেস্ক:

অসহায়, মজলুম ও ইসরায়েলের বর্বর হামলার শিকার ফিলিস্তিনবাসীর সাহায্যে কক্সবাজার সিটি কলেজ পরিবারের উদ্যোগে আজ ১০ এপ্রিল ২০২৫ কলেজ ক্যাম্পাসে আর্থিক তহবিল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নিজের এক মাসের বেতন উক্ত তহবিলে অনুদান দিয়ে এ মহতী কার্যক্রমের সূচনা করেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এসএম আকতার উদ্দিন চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আকতার চৌধুরী বলেন, “ফিলিস্তিনের নারী, শিশু ও নিরীহ জনগণের ওপর যে বর্বরতা চলছে, তা মানবতার চরম লঙ্ঘন। এখনই সময়, সামর্থ্যবানদের এগিয়ে আসার।” তিনি ফিলিস্তিনের নিপীড়িত, জুলুমের শিকার মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি জানান, উক্ত তহবিলের আদায়কৃত অর্থ জেলা প্রশাসকের সহযোগিতায় ফিলিস্তিন দূতাবাসের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগে অংশগ্রহণ করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শাহানুর আক্তার, পদার্থবিজ্ঞানের প্রভাষক জাহাঙ্গীর আলম, পরিসংখ্যান বিভাগের প্রভাষক আব্দুল আজিজসহ অনেকে।

কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনায় নিরলসভাবে কাজ করছেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুর রহমান, কলেজ যুব রেডক্রিসেন্ট ইউনিট, রোভার স্কাউটস ও বিএনসিসির যুব সদস্যরা।

তহবিল সংগ্রহ কার্যক্রম আগামী ২১ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।