আব্দুস সালাম, টেকনাফ প্রতিনধি;

টেকনাফে যানবাহন তল্লাশির সময় ১,০৫০ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার সুলতান ইসলাম ওরফে আজগর আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৩৫) এবং তাদের ছেলে ওমর ফারুক (১৯)। তারা সম্পর্কে মা-ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে থানার সহকারী উপ-পরিদর্শক মো. আদম আলী সঙ্গীয় ফোর্সসহ উলুচামারী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।

এ সময় উলুচামারী থেকে হ্নীলা বাজারগামী একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়ির দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে দেহ তল্লাশি করা হয়।

তল্লাশিতে তাদের কাছে থাকা ২১টি পোটলা থেকে ১,০৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।